Header Ads

কারক ও বিভক্তি অনুশীলন- Karok o Bivokti Practice

আমরা যারা বিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে, আমাদের অবশ্যই কারক ও বিভক্তি সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর, সাধারণত আগের কবিতাগুলো থেকে কারকের প্রশ্নটি আসে। যেমন বিভীষণের প্রতি মেঘনাদ বা ১৯ শতকের লেখা কবিতাগুলো।



তাই এই ভিডিওটিতে উদাহরণ হিসেবে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতা থেকে কিভাবে কারক ও বিভক্তি বের যায়, তার পদ্ধতি দেখালাম। আশা করি, সব ধরণের পরীক্ষার জন্য ভিডিওটি

আপনাদের অনেক কাজে লাগবে।

কারণ, কারক ও বিভক্তির প্রয়োগ না জানার কারণে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়।

No comments

Theme images by sbayram. Powered by Blogger.