Header Ads

আমি কিংবদন্তির কথা বলছি Ami Kingbodontir Kotha Bolsi

বিখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা অনন্য কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। কেবল উচ্চমাধ্যমিক নয়, বিসিএসসহ বিভিন্ন ভর্তি পরীক্ষাতেও এই পরীক্ষার বিভিন্ন লাইন থেকে প্রশ্ন আসে। আবু জাফর ছিলেন একদিকে রাজনীতিবিদ অন্যদিকে কবিও।



তিনি এই কবিতায় আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যের কথা তুলে ধরেছেন। আমাদের পূর্বপুরুষরা যেমন ছিলেন পরিশ্রমী অন্যদিকে তারা কখনো সত্য বলতে দ্বিধা করতেন না। ব্রিটিশ-পাকিস্তানিদের নির্যাতিত হয়েছেন, তবে তাদের সামনে মাথা নত করেন নি। আমাদেরকেও সেই পূর্বপুুুুরুষদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কবি এগিয়ে যেতে বলছেন।

তবে তিনি শেষ পর্যন্ত সংশয় প্রকাশ করে বলেছেন-



আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো

আমরা কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতে পারবো।



আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন-

No comments

Theme images by sbayram. Powered by Blogger.