বিশেষণ-Adjective-Bisheshon
ইংরেজিতে Parts of Speech আট প্রকার হলেও বাংলাতে তা পাঁচ প্রকার। বাহ্য দৃষ্টিতে মনে হয়-বাংলায় পদ প্রকরণ বুঝি ইংরেজির চেয়ে কম। আসলে ব্যাপারটা এমন নয়। বরং বাংলা ব্যাকরণে পদ প্রকরণের সংখ্যা ইংরেজি গ্রামারের চেয়ে অনেক বেশি।
অন্যদিকে ইংরেজিতে যাবে adverb বলা হচ্ছে, বাংলাতে তা সব সময় ক্রিয়া বিশেষণ হচ্ছে না। অন্য নাম ধারণ করে অন্য কিছু বুঝাচ্ছে।
মোট কথা বাংলা ব্যাকরণের এই বিস্তারিত বিবরণ বিশেষণের প্রকারভেদের সাথে সম্পৃক্ত। ইংরেজিতে আমরা যেভাবে adjective এর সংজ্ঞা জেনে এসেছি, বাংলাতে ‘ভাব বিশেষণ’ এর ক্ষেত্রে সেই সংজ্ঞা কাজে লাগছে না।
আবার একই শব্দ বিভিন্ন প্রেক্ষিতে একবার ‘বিশেষ্য’ আবার ‘বিশেষণ’ হচ্ছে। যেগুলো পরীক্ষাতে আমাদের বেশ বিপদে ফেলে দেয়।
তাই বিশেষণ সম্পর্কিত সব দ্বিধা দূর করার জন্য ভিডিওটি দেখতে পারেন।
অন্যদিকে ইংরেজিতে যাবে adverb বলা হচ্ছে, বাংলাতে তা সব সময় ক্রিয়া বিশেষণ হচ্ছে না। অন্য নাম ধারণ করে অন্য কিছু বুঝাচ্ছে।
মোট কথা বাংলা ব্যাকরণের এই বিস্তারিত বিবরণ বিশেষণের প্রকারভেদের সাথে সম্পৃক্ত। ইংরেজিতে আমরা যেভাবে adjective এর সংজ্ঞা জেনে এসেছি, বাংলাতে ‘ভাব বিশেষণ’ এর ক্ষেত্রে সেই সংজ্ঞা কাজে লাগছে না।
আবার একই শব্দ বিভিন্ন প্রেক্ষিতে একবার ‘বিশেষ্য’ আবার ‘বিশেষণ’ হচ্ছে। যেগুলো পরীক্ষাতে আমাদের বেশ বিপদে ফেলে দেয়।
তাই বিশেষণ সম্পর্কিত সব দ্বিধা দূর করার জন্য ভিডিওটি দেখতে পারেন।
No comments