Header Ads

সমাপিকা-অসমাপিকা-যৌগিক ক্রিয়া-এক কর্তা-অসমান কর্তা Finite-Non Finite Verb

‘সূর্য উঠলে যাত্রীদল পথ চলা শুরু করলো’- এমন বহু উদাহরণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। বাংলা ব্যাকরণ সম্পর্কে পরিপূর্ণভাবে না জানার কারণে আমরা হয় এমন উদাহরণগুলো মুখস্ত করে যাই বা এই ধরণের প্রশ্নের উত্তর থেকে বিরত থাকি।

অথচ সমাপিকা-অসমাপিকা ক্রিয়া ও এক কর্ত ও অসমান কর্তা সম্পর্কে জানলেই এগুলো খুব সহজেই এনসার করা সম্ভব।

এই ভিডিওটি একটু খেয়াল করে দেখলেই বুঝবেন, বাংলা ব্যাকরণের এসব বিষয় কতই না সহজ।

ব্যাকরণকে ভয় না পেয়ে মজা করে পড়ুন। কারণ, সঠিকভাবে জানা আর না বুঝে মুখস্ত করা কখনোই এক নয়।

No comments

Theme images by sbayram. Powered by Blogger.