Header Ads

ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাস-১|| History of Muslim Regime in Indian Su...

ইতিহাস বিষয়টি নিয়ে বরাবরই আমাদের মধ্যে ভয় কাজ করে। ইতিহাস নাম শুনলেই যেন কত সন মনে রাখার চিন্তা করতে হয়।

কার পরে কোন রাজা? কে কি করেছে? ইত্যাদি।

আসলে বর্ণনামূলক ইতিহাস পড়ার কারণেই আমাদের মধ্যে এই ভয় কাজ করে। কিন্ত চিত্র দিয়ে যদি ইতিহাস বর্ণনা করা হয়, তবে সেটা কিন্ত এত কঠিন না।



ভারতবরর্ষে মুসলিম শাসনের রয়েছে এক গৌরবময় অধ্যায়। একদিকে কুতুবউদ্দিন অন্যদিকে ইখতিয়ারউদ্দিন মিলে ভারত ও বাংলায় শাসন শুরু করেন।

কিন্ত এই মুসলিম খেলাফতের মাঝেও এক হিন্দু রাজা বেশ কয়েকবছর ক্ষমতায় ছিলেন। তিনি কে?

ভারতবর্ষে মুসলিম শাসন খুব ভালো করে জানতে এই ক্লাস টিউটোরিয়াল দেখতে পারেন। যা কেবল পরীক্ষার জন্যই নয়, ইতিহাস বিষয় আপনার জানার আগ্রহ বাড়িয়ে তুলবে।

বর্ণনাত্মকভাবে ইতিহাস রচনার বদলে এখানে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

No comments

Theme images by sbayram. Powered by Blogger.