Header Ads

সেই অস্ত্র-আহসান হাবীব-Shei Osro- Ahsan Habib

বিজ্ঞান ও প্রযুক্তির যত উন্নয়ন হচ্ছে, তত আমাদের থেকে পরস্পরের প্রতি ভালোবাসা দূর হয়ে যাচ্ছে। প্রযুক্তির উন্নয়ন হচ্ছে কিন্ত প্রযুক্তির ব্যবহারের চেয়ে অপব্যবহারই বেশি হচ্ছে। প্রযুক্তির প্রতি অতিরিক্ত আকর্ষণের কারণে আমাদের মধ্য থেকে ভালোবাসা বিদায় নিয়েছে।

কথায় বলে- বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ।’ এই প্রযুক্তির অপব্যবহারের কারণেই হিরোশিমা-নাগাসাকিতে বোমা পড়েছে। ফসলের মাঠ বিরান হয়ে গেছে। মানুষে মানুষে দ্বন্দ্ব বেড়েই চলছে।

কবি আহসান হাবিব সেই অস্ত্র কবিতায় এক অনন্য সুন্দর ভালোবাসাময় পৃথিবীর প্রত্যাশা করেছেন। কামনা করেছেন শান্তিময় পৃথিবীর। এই ভালোবাসা কেবল মানুষে মানুষে নয়, মানুষের সাথে প্রকৃতি-জীব জগৎ সবকিছুর প্রতি।

আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন-

No comments

Theme images by sbayram. Powered by Blogger.