নিমগাছ-বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল-Nimgach Balai-Chand Mukhopadhyay
নিমগাছ একটি রূপকধর্মী গল্প। লেখক এখানে দেখিয়েছেন যে, নিমগাছ মানুষের কত উপকার করে, তারা দ্বারা কতজন কতভাবে ফায়দা পায়। কিন্ত সেই নিমগাছের কেউ যত্ন নেয় না। তার গুনের প্রশংসা করা হয় কিন্ত রূপের কোনো প্রশংসা করা হয় না। যার ফলে কেউ তার প্রশংসা করলে সে চলে যেতে চায়।
তেমনিভাবে ওদের লক্ষ্মীবউটার একই অবস্থা। সবার জন্য খাটে কিন্ত কেউ তার আদর যত্ন নেয় না। সংসারের মায়া ছেড়ৈ সে কোথাও যেতেও পারে না। এভাবেই চলছে তার জীবন।
তেমনিভাবে ওদের লক্ষ্মীবউটার একই অবস্থা। সবার জন্য খাটে কিন্ত কেউ তার আদর যত্ন নেয় না। সংসারের মায়া ছেড়ৈ সে কোথাও যেতেও পারে না। এভাবেই চলছে তার জীবন।
No comments